Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর প্রতিনিধি.
১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রি শেখ হাসিনার শাসনে বর্তমান বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। মানুষের মনে এখন শান্তির সুবাতাস বইছে। বিএনপি নেত্রি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের কোন চক্রান্ত সামনের নির্বাচনকে ভন্ডল করতে পারবে না। নির্বাচনে আসুন, নইলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তখন কিন্তু পালাবার পথ পাবেন না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে মন্তব্য করে নাসিম আরো বলেন, ক্ষমতায় থেকে বিএনপি’র মতো আওয়ামীলীগ হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গীবাদেরও সৃষ্টি করেনি। বরং প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। জনগণের ভালবাসা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে। এরপর তিনি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে গড়ে ওঠার আহবান জানান। এসময় তিনি কলেজে একটি নতুন ভবন নির্মানের প্রতিশ্রতি দেন।
সোমবার দুপুরে কাজীপুরের সোনামুখী বঙ্গবন্ধু কলেজের নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
বঙ্গবন্ধু কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক হোসেনর সভাপতিত্বে বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, আ’লীগ সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কলেজ পরিচালনা কমিটির সদস্য রতন কুমার ভৌমিক।