Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন, নির্বাহী ও বিচার বিভাগ- রাষ্ট্রের এই ৩টি অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে এ ৩টি অঙ্গের ও কাজের মধ্যে সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হয়। আমি সবসময় এ ৩টি অঙ্গের সমন্বয় রক্ষায় চেষ্টা করব।
আজ রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল অফিসের সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিমকোর্ট যেন সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সংবিধান অনুযায়ী তার নিজ দায়িত্ব পালন করেন, সেটিও আমি নিশ্চিত করতে চেষ্টা করব। আমাদের এমনভাবে আদালতের ভাবমূর্তি গড়ে তুলতে হবে যেন আদালত প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শক্তিমান-দুর্বল, ধনী-গরিব, সবার মধ্যে এ বিশ্বাস জন্মে যে তারা সবাই সমান। এবং আদালতের কাছ থেকে শুধু আইন অনুযায়ী তারা ন্যায়বিচার পাবেন। এতে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হবে।
ভাষা শহীদদের স্মরণে নিজের বক্তব্য বাংলায় প্রদান করার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, মামলার জট আজ আমাদের বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্য দেওয়ার আগে প্রধান বিচারপতি তার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আত্মত্যাগের ফসল আজকের বাংলাদেশ।’
এর আগে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সপ্তাহের প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে আসেন নবনিযুক্ত দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্ট ভবনের মূল ফটকে আসলে নবনিযুক্ত প্রধান বিচরপতিকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারা।
শনিবার দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্যপাঠ করান।