Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত নাম মুনমুন। এ পর্যন্ত মুনমুন অভিনীত চলচ্চিত্র সংখ্যা ৮৫। যার বেশিরভাগই ব্যবসাসফল। মাঝে বেশ কিছুদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। তবে এখন চলচ্চিত্রে তাকে পুনরায় কাজ করতে দেখা যাবে। ‘তোলপাড়’ শিরোনামে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
নির্মাতা মিজান আফসারি পরিচালনা সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে মুনমুনকে। মুনমুন জানান, ‘একটু বেছে বেছে কাজ করছি। বেশকিছু সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু চরিত্র ভালো না লাগায় করা হচ্ছে না। ভালো চরিত্র পেলেই কাজ করব। মিজান ভাইয়ের ছবিতে আমার চরিত্রটি পছন্দ হয়েছে। সেখানে খল চরিত্রে অভিনয় করবো। তাছাড়া এর আগেও আমি মিজান ভাইয়ের সিনেমায় কাজ করেছি। তিনি ভালো কাজ করেন। সব কিছু বিবেচনা করেই রাজি হয়েছি।’
সম্প্রতি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মুনমুন। সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।