Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
মালদ্বীপের সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট ভবন ঘিরে ফেলেছে। পার্লামেন্টারি সেক্রেটারি জেনারেলের পদত্যাগের পর দেশটির বিরোধীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী এই পদক্ষেপ নেয়। আজ রবিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, ভারি সামরিক উপস্থিতির মধ্যে কয়েকজন বিরোধী দলীয় নেতাকে পার্লামেন্টে ঢুকতে দেয়া হয়েছে। পার্লামেন্টারি সেক্রেটারি জেনারেল আহমেদ মোহামেদ রোববার সকালে কোনো কারণ উল্লেখ না করে পদত্যাগ করেন। আগামীকালই চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেটি নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়।
বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের একটি রায়কে ঘিরে মালদ্বীপে নতুন করে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। ওই রায়ে সর্বোচ্চ আদালত বন্দি থাকা সব রাজনৈতিক নেতাকে তাৎক্ষণিক মুক্তি দেয়ার আদেশ দেন। এমনকি স্বেচ্ছা নির্বাসনে থাকা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে মুক্তি দেয়ার আদেশ দেন আদালত।
এদিকে আদালত দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল মোহামেদ অনিল বলেছেন, সরকার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের কপি হাতে পেয়েছে। এটি ‘অসাংবিধানিক’ উল্লেখ করে তিনি বলেছেন, পুলিশ ও সেনাবাহিনী কখনও এ ধরনের কাজ করবে না।