ধুনটে ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে আব্দুস সোবহান (৬০) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর রাতে পৌর এলাকার সদর পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ওই এলাকার মুনু প্রামানিকের ছেলে।

আহত আব্দুস সোবহান জানান, সে ফেরী করে কাপড় বিক্রি করে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করেন। এছাড়া তার বাসায় ব্যাটারী চালিত অটোভ্যানের গ্যারেজ রয়েছে। সেখানে ভ্যানের ব্যাটারী চার্জ দেওয়া হয়। শনিবার ভোর ৩টায় দুর্বৃত্তরা সিএনজি যোগে সোবহানের গ্যারেজে এসে ডাকতে থাকেন। এসময় সোবহান ঘুম থেকে উঠে গ্যারেজের গেট খুলে দিলে দুবর্ৃৃত্তরা তার উপর অতর্কিত হামলা করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথায়, গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে ও জখম হয়েছে। ঘটনার সময় সে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আব্দুস সোবহান বলেন, হামলাকারীদের আচারণ দেখে মনে হয়েছে তারা আমাকে হত্যা করতে চায়।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত নন। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ