শেরপুরে শত কোটি টাকার নারায়ণ মূর্তি উদ্ধার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে গোঁরতা গ্রামে সোমবার দুপুরে একটি পুকুর খননের সময় ১০ মণ ওজনের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১শ কোটি টাকা বলে জানা গেছে। এই ঘটনায় ওই ওলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

    জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামে মন্ডল গ্রুপ একটি পুকুর খনন করছিল। এ সময় ব্যাকো দিয়ে ওই পুকুরে সোমবার সকাল থেকে মাটি খনন করছিল। হঠাৎ দুপুর ২ টার দিকে মাটি খননের সময় ব্যাকোর সাথে বিশাল আকৃতির একটি মূর্তি বের হয়। পরে সেটি মাটির উপরে তুলে দেখা যায়, এটি একটি প্রাচীনকালে তৈরী কষ্টি পাথরের নারায়ণ মূর্তি। যার বাজার মূল্য প্রায় ১শ কোটি টাকা বলে এলাকাবাসী জানায়। এই ঘটনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে সবাই এক নজর দেখার জন্য ভিড় জমায় এবং হিন্দু ধর্মালম্বীরা এসে পুজা অর্চনা শুরু করে। প্রত্যক্ষদর্শীরা প্রশাসনের নিকট খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।

    ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এক সময় এলাকাটি হিন্দু জমিদারদের ছিল। যার ফলে এই ধরণের মূর্তি পাওয়া সম্ভব।
    এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, চারশবছর আগের হিন্দু জমিদারদের পূজা অর্চনা করার জন্য এই মূতিটি তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এটি একটি অমুল্য রতন। তবে আমরা নিয়ম মাফিক প্রত্ত্নতব্ অধিদপ্তরে হস্তান্তর করব।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ