কাজীপুর প্রতিনিধি.
কাজীপুরে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় ৮ নং সোনামুখী নূতন জীবন কমিউনিটি সোসাইটির স্টেকহোল্ডারদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সোনামুখী ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
অনুষ্ঠানে বর্তমান সরকারের গৃহিত এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামাঞ্চলের মহিলাদের সক্ষমতা বাড়াতে গৃহিত নানা কর্মপরিকল্পনার বিষয়ে স্টেকহোল্ডারগণ আলোচনায় অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোহেল আলম খান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ডিও সিএফ মুহম্মদ ইয়াছিন, এসডিএফ এর শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান, রিপন সরকার, কাজীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারন সম্পাদক আবদুল জলিল, সমাজেসেবক আনোয়ারুল ইসলাম অরুণ,এনজেসিএস এর সভাপতি নার্গিস খাতুন প্রমূখ।

