ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত ২

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা এলাকার আলোকউদ্দীন মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম (৩৮) ও একই ইউনিয়নের বেড়েবরাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে মনিবুল ইসলাম (৩৫)।

জানা যায়, ফরিদুল ইসলাম ও মনিবুর রহমান মোটরসাইকেল যোগে সোনাহাটা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি গাবতলী উপজেলার লিচুতলা বালুপাড়া এলাকায় পৌছিলে বিপরিত দিক থেকে আসা সিএনজির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ফরিদুল ইসলামকে সোনাবাজারে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ও মনিবুল ইসলামকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ