Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি।