Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
লন্ডনের টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের দুটি বোমা পাওয়ার পর পাশের সিটি এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে।
বিবিসি জানিয়েছে, পূর্ব লন্ডনের ওই বিমানবন্দরে আগে থেকে পরিকল্পনা করা একটি কাজ শুরু করার পর রবিবার ভোরে জর্জ দ্য ফিফথ ডকে বোমা দুটি পাওয়া যায়।
সেখানে পাওয়া বস্তুদুটিকে বিস্ফোরক বলে নিশ্চিত করে বিশেষজ্ঞ কর্মকর্তারা ও ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী। এর পর রাত ১০টায় বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
যাত্রীদের তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে বিমানবন্দরটিতে না যাওয়ার জন্য বলেছে লন্ডন সিটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
বোমা দুটি সরিয়ে নিতে তারা রাজকীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
বিমানবন্দরটির পাশাপাশি আশপাশের কয়েকটি সড়কও বন্ধ রাখা হয়েছে।