ধুনটে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় ছুরিকাঘাতে মিলন মিয়া (১৫) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মরিচতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া মানিকপোটল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিলন মিয়া চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সাথে মরিচতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে গল্প করছিল। এদিকে মরিচতলা ও মানিকপোটল গ্রামের তরুণদের মাঝে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকদিন পূর্বে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে মরিচতলা গ্রামের মকবুল হোসেন মাস্টারের ছেলে জিহাদ হোসেন (২২), একই গ্রামের সুজন মিয়া (২৫) ও কফিল উদ্দিন (১৫) শুক্রবার সন্ধ্যায় মানিকপোটল গ্রামের কয়েকজন তরুণকে মারধর করে। এসময় মিলন মিয়াকে মাঠে আড্ডা দিতে দেখে তার উপর হামলা করে। এক পর্যায়ে পিছন থেকে মিলন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। এতে মিলন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকাৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিলনের বাবা শহিদুল ইসলাম জানান, শনিবার মিলনের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা ছিল। কিন্তু বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এদিকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ধুনট থানার এসআই মাঈনুদ্দিন জানান, অভিযোগটি প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে। মানিকপোটল ও মরিচতলা গ্রামের দু’দল তরুণের মাঝে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ ছিল। তবে আহত মিলনের সাথে অভিযুক্তদের বিরোধ ছিল না। কিন্তু ঘটনার সময় পিছন দিক থেকে মুখ না দেখে আঘাত করায় মিলন হয়। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ