শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে নোবেল বিজয়ী গ্রামীন ব্যাংকের বার্ষিক ক্রীড়া ও বনভোজন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ এরিয়ার তত্বাবধানে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার চড়–ইমুড়ী পার্কে ব্যাংকের শেরপুরের রানীরহাট শাখাসহ ১০ টি শাখার সমন্বয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীন ব্যাংক সিরাজগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মোঃ মনিরুল হক। বিশেষ অতিথি ছিলেন, গ্রামীন ব্যাং কর্মচারী সমিতির সিরাজঞ্জ যোনের সভাপতি মোঃ রবিউল ইসলাম, তাড়াশ এরিয়া ম্যানেজার মোঃ তৈয়বুর রহমান, প্রোগ্রাম অফিসার মোঃ গোলাম মোস্তফা, তালম শাখার ব্যবস্থাপক সুরুজ মিয়া, সিনিয়র অফিসার গোলাম হাফিজ খান, অফিসার মোঃ আব্দুর রউফ, সিরাজুল ইসলাম, আহম্মেদ আলী, আবু ওহাব ও আলমগীর হোসেন।
সার্বিক সহযোগিতায় তাড়াশ এরিয়া প্রতিনিধি উজ্জল কুমার রাজবংশি, এরিয়া সভাপতি মামুনুর রশিদ, শাখা প্রতিনিধি মিজানুর রহমানসহ প্রত্যেক শাখার কর্মীগন। বনভোজন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র-য়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

