বাংলাদেশে যেমন প্রজনন মৌসুমে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়, সংযুক্ত আরব আমিরাতেও তেমনই শেরি ও সাফি মাছের প্রজনন মৌসুমে এ দু’টি মাছ শিকার বন্ধ করে দেয়া হয়।
এ নিয়মের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও মার্চ ও এপ্রিল – এ দু’ মাস এ দু’ জাতের মাছ শিকার নিষিদ্ধ করেছিল দুবাই পৌরসভা। ৩০ এপ্রিল ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। ১ মে থেকে দুবাইর বাজারে আবার পাওয়া যাবে শেরি ও সাফি মাছ।
দুবাই পৌরসভার মহাপরিচালক ইঞ্জিনিয়ার হুসাইন নাসের লোতাহ জানান, নিষেধাজ্ঞা শতভাগ প্রতিপালিত হয়েছে। কোনো বাজার, শপিং মল বা অন্যান্য আউটলেটে কেউ এ দু’জাতের মাছ বিক্রি করেনি। সূত্র : খালিজ টাইমস
নিউজ ডেস্ক. সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ওয়েবসাইটটিতে (http://www.ictd.gov.bd) ঢুকে দেখা যায়,…