মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও নকল করে না-শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে বগুড়া জেলা জমিয়াতুল মোদার্রেছিনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বুধবার সকাল ১০ টায় শেরপুর ধুনট নির্বাচন এলাকার জাতীয় সাংসদ হাবিবর রহমানের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা জমিয়াতুল মোদার্রেছীন এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

তিনি বলেন মাদরাসার শিক্ষার্থীরা নকল করেনা, এমনকি মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়াতে পারেনা। খুব শিঘ্রয় মাদরাসা শিক্ষায় কারীগরি ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। মাদরাসা শিক্ষা ডিজিটাল করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার কে পুনারয় ক্ষমতায় এনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন ।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননিয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিরর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া। জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার সহ সভাপতি মাওলানা হাফিজুর রহামন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই বারী, যুগ্ম সাধরণ সম্পাদক মাওলানা রেজাউল বারী, সোনাতলা উপজেলার মাওলানা আব্দুল মোমিন, গাবতলী উপজেলার মাওলানা ইসলামইল, দুপচাচিয়া উপজেলার মাওলানা মোস্তাফিজার রহমান, নন্দীগ্রাম উপজেলার মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুল বাছেদসহ বগুড়া জেলাধীন সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ