ধুনটে ম্যানেজিং কমিটি নির্বাচনের ফলাফল ঘোষনা

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীর অভিভাবকদের ভোট গ্রহন শেষে বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে নারী পুরুষসহ মোট ১১ জন অভিভাবক অংশ গ্রহন করে। পুরুষদের মধ্যে ১৩১ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করে আব্দুল্লাহ আল মুতি, ১১৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে মোফাজ্জল হোসেন, ১১১ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করে আব্দুর রাজ্জাক, ১০৬ ভোট পেয়ে চতুর্থ স্থান লাভ করে ওয়াজেদ আলী ও ১২৭ ভোট পেয়ে মহিলা সদস্য হিসেবে ১ম স্থান লাভ করে তৌহিদা পারভীন।


এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, পোলিং অফিসার প্রকাশ চন্দ্র, প্রশাসনিক ধুনট থানার এসএই মঈনুদ্দীন, সরুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অফিস সহকারী আনিছুর রহমান, শরীর চর্চা বিষয়ক শিক্ষক রুবেল আহম্মেদ প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ