Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর প্রতিনিধি.
কাজীপুরের হরিনাথপুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে “আতাহার- শাহজাহান” বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। হরিনাথপুর আজিমউদ্দিন-মফিজউদ্দিন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র কৃষিব্যাংক কর্মকর্তা ইয়াসিন আলী ও রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সাজিদ সাজ্জাদ হোসেন তাদের পিতা শাহজাহান আলী ও মরহুম আতাহার আলীর নামের এই বৃত্তি প্রদান করেন।
শনিবার এ উপলক্ষে ওই বিদ্যালয়ে এক আলোচনা সভা প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ি জয়পুরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মহব্বত হোসেন, সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, মাসুদ রানা ,সুলতান মাহমুদ প্রমূখ। পরে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে পাঁচ হাজার করে টাকা ও সম্মাননা স্মারক তুলে দেন।