জিল্লুর রহমান.
বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত জেরে দু’ গ্রুপের সংর্ঘষে ২ শিক্ষকসহ ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আনারপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ও নাটাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন (৫৫), আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (৩৮) এবং জাহিদুল ইসলামের স্ত্রী ও আনারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হালিমা খাতুন (৩৫)। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ পারিবারিক ভাবে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শুক্রবার দুপুরে প্রতিপক্ষ লাঠি, লোহার রড, সাবল নিয়ে আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে প্রতিপক্ষগন আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এলাপাথারী মারপিট শুরু করে। এতে কামাল উদ্দিন মাষ্টার, জাহিদুল ইসলাম ও শিক্ষিকা হালিমা খাতুন আহত হন। সাবলের আঘাতে আহত কামাল উদ্দিন মাষ্টারকে উদ্ধার করে ধুনট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিকেলে ৮ জনকে আসামি করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, জাহিদুল ইসলামের অভিযোগ পেয়েছি ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে আইনী ভাবে পদক্ষেপ গ্রহন করা হবে।

