কাজীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে সংঘর্ষে আহত চারঃ আটক এক

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে সংঘর্ষে চারজন আহত হয়েছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাদিম সরকার এ বিষয়ে মামলা করলে পুলিশ শুক্রবার আতাহার নামে একজনকে আটক করে।

মামলা ও প্রত্যক্ষদর্শিসূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে নাটুয়ারপাড়া উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে বেলা দুইটার সময় কয়েকজন রহিরাগত ছাত্র নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক সরকারের ছেলে দিপুর নেতৃত্বে মঞ্চের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে নাটুয়ারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ ঘটনার জেরে তোজাম্মেল হক চেয়ারম্যানের নেতৃত্বে তার লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রে নিয়ে অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মি ও নাটুয়ারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একজোট হয়ে তোজাম্মেল হক চেয়ারম্যান সহ তার লোকজনকে মারপিট করে স্কুল মাঠ থেকে বের করে করে দেয়।
খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ