কাজীপুরে জমি নিয়ে বিরোধে মারপিট বসতঘরে অগ্নিসংযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


সিরাজগঞ্জের কাজীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দিনে মারপিট ও রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে কাজীপুর থানায় ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন হরিনাথপুর গ্রামের রফিকুল ইসলাম।
থানায় দেয়া মামলা এবং স্থানীয়সূত্রে জানা গেছে, বাদী রফিকুল ইসলাদের সাথে প্রতিবেশি বিদ্যুৎ ও বাদশা মিয়াদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

    এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশী বৈঠক হলেও বিদ্যুত ও বাদশা হাজির না হওয়ায় কোন সুরাহা হয়নি। এরই মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলামের বড়ভাই আব্দুস ছাত্তার খান বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে যান। এসময় বিদ্যুতসহ অপরাপর আসামীরা দলবদ্ধ হয়ে লোহার শাবল দ্বারা সাত্তারের মাথায় আঘাত করলে মাথা ফেটে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চীৎকারে স্বজনরা এগিয়ে এলে বিদ্যুত ও তার লোকজন সটকে পড়ে। স্বজনরা গুরুতর আহত সাত্তারকে প্রথমে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে কাজীপুর থানায় মামলা করেন।
    মামলার তদন্ত কর্মকর্তা কাজীপুর থানার এসআই জুবাইদুল ইসলাম ওইদিন রাত সাড়ে ১২টায় আসামী ধরতে বিদ্যুৎ ও বাদশাহের বাড়িতে যান। এসময় মামলার আসামী বাদশার টিনশেড ঘরের মধ্যে আগুনের শিখা দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য আসাদুল ও স্থানীয় জনগণ সেই আগুন নিভিয়ে ফেলে। পরে পুলিশ চলে গেলে রাত চারটার দিকে আবারো একই ঘরে আগুন লাগে। এসময় তারা ধুনট ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নেভায়।
    এ বিষয়ে ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান, আমি ও থানা পুলিশ আগুন নিভিয়ে চলে গেছি। পরে শুনি আবারো আগুন লেগেছে। মামলাকে ভিন্নখাতে নিয়ে যাবার জন্যে আগুন লাগার এই নাটক বাদশা ও তার লোকজনই সাজিয়েছে বলে তিনি জানান।
    এদিকে শুক্রবার সকালে সরেজমিন গিয়ে আসামীদের বাড়িতে কোন পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে এজাহার নামীয় আসামী শফিকুল ইসলামের মেয়ে জান্নাতুল খাতুন জানান, রফিকুল ও তার লোকজন আমাদের ঘরে আগুন দিয়েছে। এদিকে পুলিশ ও ইউপি সদস্যসহ লোকজন তাদের ঘরে লাগা আগুন প্রথমে নিভিয়েছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। এসময় আগুন নেভানোর ছবি দেখালে তিনি চুপ থাকেন।
    এ ঘটনা সম্পর্কে সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, বিদ্যুত বাদশাদের অনেকবার সালিশী বৈঠকে ডাকা হলেও তারা হাজির হননি।
    এদিকে কাজীপুর থানাসূত্রে জানা গেছে, বাদী রফিকুল ইসলাম কয়েকমাস পূর্বে বিদ্যুৎ ও বাদশাদের বিরুদ্ধে অভিযোগ করলে ঘটনা তদন্ত করে উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছিল। কিন্তু বাদশা ও তার লোকজন থানাতে হাজির হননি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ