Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
শেরপুর প্রেসক্লাব বুগড়ার উদ্যোগে প্রখ্যাত সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক, শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য মরহুম আমান উল্লাহ খানের স্বরনে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক সুজিত বসাকের পরিচালনায় অনু্িষ্ঠত শোক স্মরণ সভায় বক্তব্য রাখেন সংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, শেরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাইফুল বারী ডাবলু, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর ইসলাম, আইয়ুব আলী, শাহ জামাল কামাল, তোফায়েল আহম্মেদ, আব্দুল আলিম, শহিদুল ইসলাম শাওন, আবু জাহের, উৎপল মালাকার, শরিফ আহম্মেদ, আব্দুল হামিদ প্রমুখ।
বক্তরা মরহুমের স্মৃতি চারণ করে বলেন মরহুম আমান উল্লাহ খান ছিলেন সৎ নির্ভিক ও সাহসি একজন মানুষ। তিনি সাংবাদিক জগতের দিকপাল ও সাংবাদিকদের শিক্ষক। তার চলাফেরা, কথাবর্তা, আচার আচরণ ছিলো অত্যন্ত ভদ্র ও মার্জিত। তার আদর্শে আদর্শিত হয়ে আগামী দিনের পথচলাই হবে মরহুমের জন্য পরম পাওয়া। আলোচনায় বক্তরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।