শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বাংলাদেশ স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় ২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় আনন্দ র‌্যালী মহাসড়ক প্রক্ষিণ করে র‌্যালী শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন-উর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কাদের, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন সরকার, শহর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ জামাল সিরাজী, অ্যাডঃ গোলাম ফারুক, নির্বাচন অফিসার আনিছুর রহমান, সুলতান মাহমুদ, পৌর কাউন্সিলর মো. রেজাউল করিম শিপ্লব প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ