কারিমুল হাসান লিখন.
সারাদেশে বিশ্ব যক্ষ্মা দিবস পালনের অংশ হিসেবে বগুড়ার ধুনটেও দিবসটি পালিত হয়েছে। রবিবার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ দিবস পালিত হয়। “নেতৃত্ব চাই যক্ষ্মা নিমূর্মে, ইতিহাস গড়ি সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্নাঢ্য র্যালী হাসপাতাল চত্বরে পদক্ষিন করে।
র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন সনির সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ম্যানেজার মোঃ কামরুজ্জান, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আজমল হক, মোছাঃ রোকসানা বেগম, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ জাহাঙ্গীর আলম প্রমূখ।

