শেরপুরে রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুলের বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শরপুরে রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুলের বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শেরপুর বাসট্যন্ডে ডর্ক্টস কমপ্লেক্স মার্কেটের ৩য় তলায় স্কুল হলরুমে অত্র স্কুলের পরিচালক হাসানুর রহমান হাসানের সভাপতিত্বে বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আকছার আলী, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেন, সহকারী শিক্ষক এশারত আলী, আলাল, রাইসুল ইসলাম, নাছির ইকবাল শিক্ষিকা নুরুন্নাহার, শামিমা আক্তার, শাপলা খাতুন, ফারজানা আক্তার, দিপা মোহন্ত প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে স্কুল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহন পূর্বক আলোচনা করেন অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা এবং অভিভাবকদের মধ্য থেকে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ