শেরপুরে সেবা সপ্তাহ উপলেক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে সেবা সপ্তাহ উপলক্ষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর আয়োজনে গতকাল রবিবার বেলা ১১ টার দিকে হাসপাতাল চত্বরে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদেরের নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মোকছেদা খাতুন, ডেন্টাল সার্জন ডা. আবু হাসান, স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) ও বঙ্গবন্ধু পরিষদ(স্বাস্থ্য বিভাগ) বগুড়া জেলা শাখার সহ সভাপতি শাহ মোঃ আফজাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আবু হাতেম, আক্তার হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সবুর, ইহতেশামুল হক, আল মাহমুদ, আব্দুল বারি, মেডিকেল টেকনোলজিস্ট নজরুল ইসলাম ও এমএলএসএস মিজানুর রহমান প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ