Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
জিল্লুর রহমান.
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল উদ্দিন ওরফে শরাফত (৫৬) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত শরাফত মন্ডল উপজেলার হাসাপোটল গ্রামের মগবর হোসেন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় শরাফত মন্ডল ও তার ভাই সাইফুল মন্ডলের বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশি রফিকুল ইসলামের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ৭টায় রফিকুল ইসলাম লোকজন নিয়ে জোর পুর্বক শরাফত মন্ডলের বাড়ির সীমানায় ঘর নির্মান করতে থাকে। এসময় শরাফত ও তার ভাই সাইফুল বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় রফিকুল ইসলামের ছুরির আঘাতে শরাফত ও সাইফুল মন্ডল গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টায় শরাফত মন্ডল মারা যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামীদের আটক করার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।