কাজীপুর প্রতিনিধি.
সিরাজগঞ্জের কাজীপুর থানা পুলিশ তিন মাদকসেবিকে আটক করেছে। আটককৃতরা হলো মাথাইলচাপড় গ্রামের মৃত কোরবান আলী তালুকদারের পুত্র কামরুল তালুকদার (৩৫), জয়নাল আবেদীনের পুত্র স্বপন মিয়া (৩০) ও মৃত
আছাব আলীর পুত্র আব্দুল আজীজ (৩৬)। কাজীপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমানের নেতৃত্বে এসআই জুবাইদুল ইসলামএসআই শফিউল এএসআই মহিদুল ও এএসআই উজ্জল রবিবার রাতে মাথাইলচাপড় বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সোমবার তাদের জেলহাজতে পাঠিয়েছে।

