Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় বেইলী সেতু রেলিং ও ট্রাকচার ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক খালে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়ায় এঘটনা ঘটে। এতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কটিতে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মাঠপাড়া গাড়ামারা খালের উপর ১৯৯২ সালে সড়ক ও জনপথ বিভাগ ৬২ মিটার দৈর্ঘ্য বেইলী সেতুটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে উপর সেতুর উপর দিয়ে ভারী যানবহন চলাচলের কারনে দ্রুত সেতুর সরঞ্জাম নষ্ট হয়ে যায়। প্রায় ১ যুগ আগে থেকে ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে পরিবহন চলাচল করে আসছিল। ২০১৩ সালের ১৬ নভেম্বর পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে সেতুর পশ্চিম
অংশ ভেঙ্গে খালের পানিতে পড়ে যায়। পরে সড়ক বিভাগ পুরানো সরঞ্জাম ব্যবহার করে সেতুর উপর দিয়ে চলাচলের উপযোগী করে। কিন্তু ২০১৪ ও ২০১৬ সালে দু’দফা সেতুর পাটাতন ভেঙ্গে যান চলাচল বন্ধ থাকে। এরপর থেকে সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়েই পরিবহন চলাচল করে আসছিল। বৃহস্পতিবার সকাল ৮টায় ইথার এন্টার প্রাইজ- ৩ (যার নং বগুড়া- ট ১১-১২৯৩) নামের পাথরবোঝাই একটি ট্রাক ধুনট সদরের দিকে আসছিল। ট্রাকটি পারাপারের সময় সেতুর পূর্বাংশের রেলিং ও ট্রাকচার ভেঙ্গে খালে পড়ে যায়। তবে ট্রাক চালক ও হেলপার অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।এদিকে পাথর বোঝাই ট্রাক নিয়ে সেতু ভেঙ্গে পড়ায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কটিতে সরাসরি যানবহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। এতে পথচারীদের চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ সেতুটি পরিদর্শন করেছেন। এদিকে সেতু এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে স্থানীয়রা দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ বেইলী সেতুটি সরিয়ে আরসিসি গার্ডার সেতু নির্মাণের দাবী জানাচ্ছে। কিন্তু বারবার জোড়াতালী দিয়ে বেইলী সেতুটি চলাচলের উপযোগী করা হয়। ঝুঁকিপূর্ণ সেতুটি প্রাণহানীর আশংকা তৈরী করে।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহি প্রকৌশলী আশরাফুজ্জামান খান বলেন, সেতু ভেঙ্গে পড়ার খবর পেয়ে সওজ’র একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার করে বেইলী সেতুটি মেরামত করা হবে।