কাজীপুরে দোকানঘরে আগুন

কাজীপুর প্রতিনিধি.


সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামের ওসমান গণির দোকনঘর আগুনে ভস্মীভূত হয়েছে। বেড়িবাঁধ এর উপরে অবস্থিত মুদি দোকানটিতে মঙ্গলবার মাঝরাতে আগুন লাগে। এতে করে দোকানের প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ওই দোকানী। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও কাজীপুর থানার এসআই জুবাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ