Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) টি হ্যাক হয়েছে। তাই এটি থেকে যদি কোন অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েষ্ট বা বার্তা কারো কাছে যায় বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী।
রবিবার (১৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবং অনাকাংঙ্খিত এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করা হয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দ্রুতই সমাধান হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
গাজী তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আইডিটি পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।