১০ ডিসেম্বরের মধ্যে আ. লীগের তৃণমূলে সম্মেলনের নির্দেশ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তৃণমূলে মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটে সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি এ নির্দেশনা দেন। আ. লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। শনিবার গণভবনে দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী জাতীয় কাউন্সিলের পূর্বে সংগঠনের তৃণমূলে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেসব কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেখানে নতুন সম্মেলন করতে হবে।

    আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন শেষ করতেও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

    প্রতিবেদনটি ভোরের কাগজ অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। লিংকটি দেখতে এখানে ক্লিক দিন

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ