শেরপুরে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আব্দুল ওয়াদুদ :

    ভয় আর আতঙ্ককে সঙ্গী করে বগুড়ার শেরপুরে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। নতুন নতুন এলাকায ডেঙ্গু রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহে আক্রান্ত মোট ১১ জন শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    জানাযায়, গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান এলাকা পলাশের ছেলে পল্বব (৯), মেয়ে গৌড়ী রানী (১২) পাঁচ দিন ধরে জ্বর ও খানপুর ইউনিয়রেন পথুয়াবাড়ী এলাকার ওয়েছ আলীর ছেরে সোহাগ (২২) এবং চকখানপুর এলাকার আব্দুল মজিদের ছেলে রায়হান জ্বর নিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বরের উপাদান মেলে। রায়হান চিকিৎসা না নিয়ে বাসায় চলে যায়। এবং চন্ডিজান এলাকার থেকে আসা আরো ৭ জন ডেঙ্গু জ্বরে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাসায় চলে যায়।

    শেরপুর উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের জানান, দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এতে রোগ থেকে মুক্তি পেতে সকলের সচেতনা হতে হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ