সোনাতলায় স্ত্রীকে নির্যাতন করায় প্রভাষক গ্রেফতার

সোনাতলা প্রতিনিধি.

বগুড়ার সোনাতলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সিহাব উদ্দিন দক্ষিণ আটকরিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১২ জানুয়ারি বালুয়া ইউপির উত্তর দিঘলকান্দি (বালুয়াপাড়া) গ্রামের ফারাজুল ইসলামের মেয়ে মোছা. ফারজানা ফেরদৌসী (তুবা) বেগমকে বিয়ে করেন সিহাব উদ্দিন। বিয়ের সময় তুবার বাবা মেয়ের জামাইকে নগদ দুই লাখ ৫০হাজার টাকা, স্বর্ণের গহনা ও আসবাবপত্র দেয়। এরপরও সিহাব ও তার পরিবার যৌতুকের জন্য তুবাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলো।

একপর্যায়ে যৌতুকের টাকার দাবিতে বৃহস্পতিবার সিহাব ও তার পরিবারের লোকজন তুবা বেগমকে মারধর করে ঘরে আটক রাখে। সংবাদ পেয়ে তুবার মা বিষয়টি থানায় জানান।

পরে এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তুবাকে উদ্ধার ও সিহাবকে আটক করে। ওই রাতেই তুবাকে সোনাতলা হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে তুবা স্বামীসহ সাতজনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় প্রভাষক সিহাবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তুবা বেগম এখন সোনাতলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ