কাজিপুরে ১২৫ পিচ ইয়াবাসহ তিন কারবারি আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

    সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২৫ পিচ ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে। শনিবার রাতে কাজিপুর পৌরসভার পলাশবাড়ি গ্রামে অভিযান চালিয়ে আয়নাল হকের পুত্র জুড়ান শেখকে ৩৫ পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ। অন্যদিকে রবিবার সকাল পৌণে এগারোটায় থানা পুলিশ উপজেলার পাইকরতলী ওয়াপদা বাঁধ সংলগ্ন এলাকা থেকে ৯০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।

    আটককৃরা হলো সিরাজগঞ্জ সদর থানার ফুলকোচা গ্রামের বাচ্চু শেখের পুত্র আনোয়ার শেখ এবং পশ্চিম দত্তবাড়ি গ্রামের আজাহার আলীর পুত্র আলম হোসেন।

    কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলা দিয়ে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ