সিরাজগঞ্জের কামারখন্দে নার্সকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ২

সিরাজগঞ্জের কামারখন্দে নার্সকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের দুলাল সেখের ছেলে আশরাফুল ইসলাম এবং একই এলাকার মুকাদ্দেস আলীর ছেলে নাইমুল হক।

গত রোববার রাতে উল্লাপাড়া থেকে আশরাফুল ও তার তিন বন্ধু ওই নার্সকে নিয়ে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার একটি বাগানের মধ্যে নিয়ে তিন বন্ধুর সহযোগিতায় ধর্ষণ করে আশরাফুল। পরে মধ্যরাতে একই এলাকার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রাচীরের কাছে নিয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে আশরাফুল ও তার বন্ধু নাইমুল, মেহেদী ও সৌখিন। রাতভর ধর্ষণ শেষে ভোর রাতে কুটিরচর এলাকায় ওই নার্সকে ফেলে তারা চার বন্ধু পালিয়ে যায়।

পরে সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নার্সকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ওই কিশোরীর ভাই বাদী হয়ে সোমবার দুপুরে অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে ও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে কামারখন্দ থানায় মামলা করেছেন।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ধর্ষণের শিকার নার্সের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। চারজন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করে সোমবার বিকেলে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনটি ডেইলি বাংলাদেশ অনলাইন থেকে সংগৃহ করা হয়েছে। প্রতিবেদনটির মূল লিংক দেখতে এখানে ক্লিক দিন

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ