বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.


    বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতাসন্ধ্যায় ২২জন কবি অংশগ্রহণ করেন।

    কবিতাসন্ধ্যায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জি এম সজল।

    অংশগ্রহণকারী কবিরা হলেন- মুহম্মদ শহীদুল্লাহ, খৈয়াম কাদের, সৈয়দ বুলান্দ আখতার, এ্যাড. পলাশ খন্দকার, রহমান ওয়াহিদ, শিবলী মোকতাদির, ইসলাম রফিক, জি এম সজল, এমরান কবির, আমির খসরু সেলিম, কামরুন নাহার কুহেলী, মাহবুব টুটুল, এস এম আনিছুর রহমান, আবু রায়হান, আমিনুল ইসলাম রনজু, সারমীন সীমা, আফসানা জাকিয়া, হিরুণ্য হারুন, বেলাল সরকার, প্রতত সিদ্দিক, শাহানূর শাহীন এবং সজীব মাহমুদ।

    কবিতাসন্ধ্যার আগে এক আলোচনা সভা সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও উপদেষ্টা এ্যাড.পলাশ খন্দকারের সভাপতিত্বে হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগেঠনের সভাপতি কবি ইসলাম রফিক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম।

    সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, সংগঠনের উপদেষ্ট আতিকুর রহমান মিঠু, ম্যাক্স মোটেলের পরিচালক জি এম সাকলাইন বিটুল, প্রতিষ্ঠাতা গণ-সংযোগ সম্পাদক ও উপদেষ্টা কবি শিবলী মোকতাদির এবং উপদেষ্টা সাংবাদিক জি এম সজল।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি এমরান কবির, কথাসাহিত্যিক হোসনে আরা মনি, কথাসাহিত্যিক আব্দুর রাজ্জাক বকুল, কবি করিম মোহাম্মদ এবং কবি সম্পাদক মতিয়ার রহমান। প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড. পলাশ খন্দকার এবং কবি শিবলী মোকতাদিরকে বর্তমান কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কবিতাসন্ধ্যা এবং আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ