বগুড়ার শেরপুরে গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান এলাকায় এগার জন ডেঙ্গু সনাক্ত হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ।
প্রধান অতিথি এলাকা পরিদর্শন করে এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন- নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ আমাদের নিজ নিজ বাড়ি ঘর, বাগান, আঙ্গিনা, ফুলের টব পরিষ্কার-পরিচ্ছতা রাখতে হবে। ডেঙ্গু কোন আতঙ্ক নয়, ডেঙ্গু নিধনে জনসচেতনতায় জরুরী। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের নিজস্ব উদ্যোগে বাড়ির আঙ্গিনাসহ ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে আরো বলেন- আজ যদি বাড়ি ঘর, বাগান, আঙ্গিনা, আশেপাশের এলাকা পরিস্কার থাকতো তাহলে ডেঙ্গু ছড়িয়ে পড়তোনা এবং এগার জনের ডেঙ্গু রোগ হত না। তাই আমরা সচেতন হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন, ইউপি সদস্য মোছাঃ হেলেনা খাতুন, ইউপি সচিব সাজেদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল মাঠকর্মি।
শেরপুর(বগুড়া) প্রতিনিধি. বাংলাদেশ হেলথ্ এ্যাসিসট্যান্ট এসোশিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনিক্যাল বেতন স্কেল, পদমর্যাদাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার…