শেরপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন

আব্দুল ওয়াদুদ ।।


বগুড়ার শেরপুরের শিখর গ্রামে প্রেমিক সবুজের বাড়িতে গত ৫ দিন ধরে বিয়ের দাবিতে অনশন করে আসছে প্রেমিকা। প্রেমিক পালিয়ে থাকায় কাস্তে হাতে ধরে আত্মহত্যার হুমকি প্রেমিকার।

জানা গেছে, উপজেলার ভবাীপুর ইউনিয়নের শিখর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সবুজ মিয়া সিরাজগঞ্জের একটি কলেজে লেখাপড়া করা অবস্থায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দা পাড়া গ্রামের বিক্রম শেখের কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে বিয়ের কথা বলে সবুজ তার প্রেমিকাকে গত ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে মোবাইল ফোনে শিখর গ্রামের নিজ বাড়িতে ডেকে নিয়ে আসে। প্রেমিকা আসার পর সবুজ বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রেমিকা হতাশ হয়ে ওই বাড়িতে বিয়ের দাবিতে অনশন করলেও সবুজের পরিবারের লোকজন তাকে মারধর করছে বলে অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে প্রেমিকা বলেন, সবুজ তাকে বিয়ে না করলে কাস্তে দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করবো।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাদের রিুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ