বোমা হামলায় বেঁচে গেলেন আফগান প্রেসিডেন্ট


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    নির্বাচনী সমাবেশের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। এ হামলায় ২৪ জন নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হয়েছে। তবে এ হামলায় আফগান প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রহিমি বলেছেন, আত্মঘাতী বোমারু মোটরসাইকেলে ছিলেন এবং সমাবেশের দিকে যাওয়ার সময় তিনি বিস্ফোরণ ঘটান। তবে কোনো গোষ্ঠীই এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

    আহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন পারওয়ানের হাসপাতালের পরিচালক ডা. আবদুল কাসিম সাংগিন। ।

    ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে হামলা হচ্ছে।

    ভোরের কাগজ অনলাইন থেকে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। লিংকটি দেখতে এখানে ক্লিক দিন

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ