Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে ১৩ হাজারের অধিক পূজামণ্ডপে থাকবে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা। চলবে গোয়েন্দা কার্যক্রম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র তৈরি সাথে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না। এছাড়া পুলিশের ভিতরে যে শুদ্ধি অভিযান চলছে তাতে অপরাধ এবং দুর্নীতি করে কারো পার পাওয়ার সুযোগ নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সহ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের কাগজ অনলাইন থেকে খবরটি নেওয়া হয়েছে। যার মূল লিংক দেখতে এখানে ক্লিক করুন।