ধুনটে তথ্যসেবার উঠান বৈঠক


স্টাফ রিপোর্টার.


ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প তথ্য আপা’র উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে ধুনট পৌর এলাকায় আদর্শ পাড়ায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

উক্ত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা ( ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আনজুমান আরা সুফিয়া, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও বিপ্লব হোসেন প্রমূখ।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ