কাজিপুরে মুজিবপাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার কুইজ প্রতিযোগিতা


কাজিপুর প্রতিনিধি.


‘এসো সবুজ পৃথিবী গড়ি’ প্রতিপাদ্যে কাজিপুরে মুজিবপাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাটাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কুইজে অংশ নেয়।

প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, কাজিপুর সচেতন নাগরিক সমাজের সভাপতি ফজলুল হক মনোয়ার, কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম পলাশী, সাধারন সম্পাদক সাংবাদিক আবদুল জলিল, আরজে রাজিব জামান, সংস্থার সভাপতি শাহ আলম ও রাজফুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রভাষক সাইফুল ইসলাম নাবিল।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রচার সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, শিক্ষক শাহিন আলম।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের বৃক্ষরোপন বিষয়ে বিশেষ শপথ পাঠ করানো হয়।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে অন্য সামগ্রির সাথে একটি করে আম্রপলি আম্পরলি গাছের চারা বিতরণ করা হয়।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ