ধুনটের এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ৩০ সেপ্টেম্বর


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820


    স্টাফ রিপোর্টার.


    বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ধুনট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এলাঙ্গী ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি ইতিপূর্বে বিলুপ্ত ঘোষণা করা হয়। বর্তমানে এলাঙ্গী ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটির নেই। এজন্য আগামী ৩০ সেপ্টেম্বর এলাঙ্গী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সম্মেলন আহবান করা হয়েছে। সম্মেলন সফল করতে এলাঙ্গী ইউনিয়নের সকল পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ