Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হল আমিনুল ইসলাম বিপ্লবের। অভিষেক ম্যাচেই সাফল্য পেলেন ২০ বছর বয়সী এ তরুণ লেগ স্পিনার। এ ম্যাচে তার বোলিংফিগার ৪ ওভারে ২/১৮। ব্যাটসম্যান কাম লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আন্তর্জাতিক আবির্ভাবেই বাজিমাত করেছেন। লাল সবুজ জার্সি গায়ে যাত্রা শুরু করেই এ ২০ বছরের তরুণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি লেগ স্পিনটা ভালোই পারি।
শরীয়তপুরের ২০ বছর বয়সী আমিনুল ইসলাম বিপ্লব আবির্ভাবে আহামরি কিছু করতে না পারলেও দেখিয়ে দিয়েছেন, তার সামর্থ আছে ভালো জায়গায় বল করার। অযথা তেড়েফুড়ে বাড়তি কিছু করার চিন্তা ও চেষ্টা না করে যতটা সম্ভব লক্ষ্য ও নিশানা ঠিক রেখে এক জায়গায় বল ফেলার চেষ্টাও ছিল এ তরুণের।
ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে টিনোটেন্ডা মুতুমবাজিকে আউট করেন ২০ বছর বয়সী এ তরুণ। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রানে ১ উইকেট শিকার করেন আমিনুল। নিজের দ্বিতীয় ওভারে শিকার করেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে।
এ ছাড়াও দারুণ ইকোনমি রেটে বল করেছেন তরুণ এই স্পিনার। ৪.৫০ ইকোনমি রেটে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন। ডট বল দিয়েছেন ৯টি।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে আফগানিস্তানকে নিয়ে ফাইনালে উঠে গেলেন সাকিবরা।
ডেইলি বাংলাদেশ অনলাইন থেকে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। যার লিংক দেখতে এখানে ক্লিক করুন।