Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট উপজেলায় ছাবারন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। সে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মৃত মাদার ফকিরের মেয়ে। গত শনিবার থেকে মানসিক রোগে আক্রান্ত ওই বৃদ্ধার সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ছাবারন বেগমের ভাতিজা আবু সাঈদ জানান, এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মৃত মাদার ফকিরের মেয়ে ছাবারন বেগমের সাথে একই ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের তফিজ উদ্দিন নামের জনৈক ব্যক্তির সাথে বিবাহ হয়েছিলো। বিগত কয়েক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ছাবারন বেগম তার বাবার বাড়িতে থাকতেন। সে প্রায় ২ বছর যাবৎ মানসিক রোগে আক্রান্ত। ছাবারনের মেয়ে শিউলী খাতুন ও জামাই শাহীন আলমের সাথে তার ভাতিজা আশাদুল ইসলাম ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকার একটি পোষাক কারখানায় কাজ করে। গত ১৪ সেপ্টেম্বার শনিবার ভাতিজা আশাদুল ইসলামের মাথা ফেটে গেছে বলে সংবাদ পায় ছাবারন বেগম। সংবাদ পওয়ার পর ওই বৃদ্ধা বাড়ি থেকে বের হোন। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি এদিকে ছাবারন বেগমের কাছে কোন টাকা পয়সা নেই, সে ঢাকাতেও জায়নি বলে জানান তার ভাতিজা আবু সাঈদ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ছাবারন বেগম নামের বৃদ্ধা নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কোন সাধারণ ডাইরী বা অভিযোগ দায়ের হয়নি।