কান্তনগর ড্রাইভার শ্রমিক ঐক্য কল্যাণ সামিতির র‌্যালী

কারিমুল হাসান লিখন,ধুনট.

সারাদেশের অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর তিনমাথা বাজার ড্রাইভার শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির সৌজন্যে মে দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কল্যান সমিতির সভাপতি শাহাবুল আলম জোয়ারদার এর সভাপতিত্বে ও সহসভাপতি ইউনুস মন্ডলের নেতৃত্বে এ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে কল্যান সমিতির সভাপতিসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কান্তনগর তিনমাথা বাজার ড্রাইভার শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির উপদেষ্টা এসএম রাছেল লেবু, কল্যাণ সমিতির সেক্রেটারী রুবেল মিয়া, কল্যাণ সমিতির ক্যাশিয়ার ছামছুল হক, কল্যাণ সমিতির যুগ্ন সম্পাদক নাজমুল প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ