বোমা হামলায় রক্তাক্ত কারবালা, নিহত ১২


ইরাকের ঐতিহাসিক কারবালা নগরীর কাছে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৫ জন। দেশটির নিরাপত্তাবাহিনী এ খবর নিশ্চিত করেছে। ২০১৭ সালে জঙ্গি সংগঠন ইসলামিক ষ্টেট – আইএস’কে পরাজিত ঘোষণার পর ইরাকে এটা অন্যতম প্রাণঘাতী একটি হামলা।

শুক্রবার স্থানীয় সময় রাতে ওই হামলার ঘটনা ঘটে। বাসের মধ্যে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল। এর মাধ্যমেই হামলা চালানো হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হামলার দায় কোনো সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, কারবালা শহরের উত্তর দিক দিয়ে ঢুকে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার পর পুরো বাস এবং আশপাশে থাকা কিছু গাড়িতেও আগুন ধরে যায়।


সূত্র : আল-আরাবিয়া । ডেইলি বাংলাদেশ অনলাইন থেকে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। লিংকটি দেখতে এখানে ক্লিক করুন।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ