ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820


    স্টাফ রিপোর্টার.


    বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না খাতুন (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না খাতুন ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

    এ ঘটনায় একই গ্রামের কছিম উদ্দিনের স্ত্রী ধলী বেওয়া নামের আরেক গৃহবধু আহত হয়েছে। সে বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ধুনট বার্তাকে জানান, ময়না খাতুন তার বড় ভাইয়ের স্ত্রী। শনিবার সকাল ১০টায় ময়না খাতুন ভেজা কাপড় শুকানোর জন্য বাড়ির আঙ্গিনায় জিয়াই তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হোন। ওই জিয়াই তারটি একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যাওয়ায় বিদ্যুৎতায়িত হয়ে ছিল। এদিকে ময়না খাতুনকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী চাচী ধলী বেগমও বিদ্যুৎপৃষ্টের শিকার হয়েছেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্ত্যবরত চিকিৎসক ময়না খাতুনকে মৃত ঘোষনা করেন।


    Click to read this report in English.


     

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ