Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট পৌর এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে ৪৩০ মিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সরকারপাড়া গ্রামে প্রদীপ সরকারের চাউল কল হতে সুধীর কমিশনারের বাড়ি পর্যন্ত কার্পেটিং দ্বারা রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লীক, ফজলুল হক সোনা, আলেকা খাতুন, সাবেক কাউন্সিলর সুধীর সরকার, পৌরসভার ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম টুকু, ব্যবসায়ী সমির ভট্টাচার্য, সঞ্জিত কুমার সেন ও ঠিকাদার আব্দুল মোমিন সোহেল প্রমুখ।