Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বগুড়া প্রতিনিধি.
শহরের কালিতলা এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছেলেকে ফেনসিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক রাহিদ মোস্তাফিজ (৪৫) সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পরলোকগত মোস্তাফিজুর রহমান পটল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের ছেলে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আব্দুল ওয়াদুদ।
তার ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের কালিতলা এলাকায় রাহিদের বাসায় অভিযান চালিয়ে একটি কালো ব্যাগের ভেতর থেকে ৫৫ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিল সেবন ও বিক্রি করে আসছিলেন। আটকের পর রাহিদ ফেনসিডিল বিক্রি এবং সেবনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ডিবির ওই কর্মকর্তা।