ক্যাসিনো চালাতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী



ক্যাসিনো আইনসংগত ব্যবসা নয়, তাই কাউকেই এ ধরনের ব্যবসা চালাতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার মানিক মিয়া এভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসে’ প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনো আমাদের দেশে আইনসংগত ব্যবসা নয়। রাজনৈতিক নেতা, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বা জনপ্রতিনিধি হোক, কাউকেই এ ধরনের ব্যবসা করতে দেয়া হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে এ ব্যবসায় জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান।


ডেইলি বাংলাদেশ অনলাইন থেকে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। লিংকটি দেখতে এখানে ক্লিক করুন


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ